বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় দলটির সভাপতি নুরুল হক ঘোষণা দিয়েছেন, “আমরা দুই–চারটা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না।” তিনি পরিষ্কারভাবে জানান, জাতীয় প্রয়োজনে জোটের দরকার হলে তা হবে ন্যায্য ও সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে।
শনিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার তাঁদের আসন ও টাকা অফার করেছিল।
কিন্তু দলটি “ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি।”
নির্বাচন নিয়ে নুরুল হকের বক্তব্য
নুরুল হক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে পরিস্থিতি বদলালে নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে।
অন্যথায় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণ অধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে।
রাজনৈতিক হুমকি–আধিপত্য প্রসঙ্গে সতর্কতা
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের আচরণ এখনো ‘পুরোনো ফ্যাসিস্টদের মতো’, যারা হুমকি ও আধিপত্যের রাজনীতি করতে চায়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“জনগণের বিরুদ্ধে দাঁড়ালে ১৬ বছরের অপশাসকদের মতোই মুহূর্তে ভেঙে পড়বে।”
নতুন বাংলাদেশ গড়ার আহ্বান
গণ–অভ্যুত্থানের অংশীজন সব রাজনৈতিক দলকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে নুরুল হক বলেন,
ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করেছে কৃষক–শ্রমিক–ছাত্র–জনতা।
আগামী দিনে কারা ক্ষমতায় আসবে, তা নির্ধারণ করবে সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের গত ১৬ বছরের দুঃশাসনে বিরোধী মতপ্রকাশকারীদের লাঞ্ছিত করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে। তাই তিনি জনগণকে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নতুন নেতৃত্বকে গ্রহণের আহ্বান জানান।
নবীনগর আসনের প্রার্থী ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি নজরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নুরুল হক।
সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান। বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হকসহ স্থানীয় নেতারা।
নবীনগরে নুরুল হক: ‘দুই–চারটা আসনের জন্য কারও জোটে যাচ্ছি না’
#GonoAdhikarParishad #NurulHaq #Brahmanbaria #Nabinagar #Election2025 #BangladeshPolitics #OdhikarPatra

আপনার মূল্যবান মতামত দিন: