নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, বাংলাদেশে একটি বৃহৎ বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে। তিনি সরাসরি অভিযোগ করেন যে, "একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।"
আজ রোববার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন, দেশের মানুষ ধর্মভীরু এবং ধর্ম মেনে চললেও বিএনপি ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন যে, এই গোষ্ঠীর সব "অপপ্রয়াসকে পরাজিত করে" বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ছাত্রদলের প্রতি বিশেষ আহ্বান
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে মির্জা ফখরুল ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতার দিকটি তুলে ধরেন। তিনি বলেন,
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলের "যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে।" এই কারণেই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল প্রত্যাশিত ফল করতে পারেনি। তিনি ছাত্রদলের উদ্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কমিটি গঠন, পদচারণ ও সাংগঠনিক কাজ বাড়াতে নির্দেশনা দেন।
সাইবার যুদ্ধে বিজয়ী হওয়ার তাগিদ
বিএনপি মহাসচিব আরও মন্তব্য করেন যে, বাংলাদেশ বর্তমানে একটি যুগসন্ধিক্ষণ বা পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন "অপপ্রচার চলছে"। এর মোকাবিলায় সাইবার যুদ্ধে জয়ী হওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সাইবার যুদ্ধে যোদ্ধা হতে না পারলে পরাজিত হতে হবে। তরুণ প্রজন্মকে এটি ভেবে দেখতে হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (সভাপতি), যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল (সঞ্চালনায়), ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং শায়রুল কবির খান প্রমুখ।
অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আপনার মূল্যবান মতামত দিন: