অধিকার পত্র ডটকম
ঢাকা, রোববার
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠন ও জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে তিনটি রাজনৈতিক দল এক হয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট ঘোষণা করেছে। জোটের নেতৃত্বে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দেন। জোটে রয়েছে—
1️⃣ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
2️⃣ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
3️⃣ আমার বাংলাদেশ (এবি) পার্টি
এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নাহিদ ইসলামকে জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন।
মূল তথ্য ও পটভূমি
নাহিদ ইসলাম বলেন,
“২৪-এর গণঅভ্যুত্থানের পরে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সংস্কারের পথে বিভিন্ন শক্তি বাধা দিয়েছে। তাই সংস্কারপন্থী রাজনৈতিক শক্তিগুলো আজ ঐক্যবদ্ধ হলো।”
তিনি আরও বলেন,
“৫ আগস্টের পরের বাংলাদেশ আর আগের মতো হবে না। আমরা পুরনো রাজনীতিতে ফেরত যেতে দেব না। নির্বাচনে অংশ নেবো ক্ষমতার জন্য নয়—দেশ বদলের জন্য।”
জোটের প্রধান লক্ষ্য—
- রাজনৈতিক সংস্কার
- গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার
- জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির পথ সুদৃঢ় করা
সংশ্লিষ্টদের বক্তব্য
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন,
“অভ্যুত্থানের পর তরুণদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়তেই তিন দল হাতে হাত মিলিয়েছে।”
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন,
“পরিবর্তনের আকাঙ্ক্ষা শুধু তিন দলের নয়। অভ্যুত্থান সফল হবে কি না—তা নির্ভর করছে সংস্কারের অগ্রগতির ওপর।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজসহ তিন দলের নেতারা।

আপনার মূল্যবান মতামত দিন: