নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম:
'রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ' বলে মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন আইনজীবী রিদওয়ান হোসেন রবিন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শিশির মনিরের বিরুদ্ধে সমন জারি হতে পারে।
মামলার এজাহারে যা বলা হয়েছে
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ‘ডিএসএন’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনির এই মন্তব্যটি করেন। বাদীর অভিযোগ, তিনি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে এবং বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
এজাহারে আরও বলা হয়, ইসলাম ধর্মে মুসলিমরা নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি দিয়ে পূজা করেন। রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের উক্তি সরাসরি ধর্মীয় বিশ্বাসে আঘাত এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস।
শিশির মনিরের প্রতিক্রিয়া
এদিকে, মামলার বিষয়ে এক বিবৃতিতে মোহাম্মদ শিশির মনির মন্তব্য করেছেন যে, এটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য করা হয়েছে।
তিনি বলেন, "প্রাথমিক তথ্যানুযায়ী, [মামলার] বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং তাঁরা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী।"
জামায়াতে ইসলামীর মনোনয়ন পাওয়া এই আইনজীবী আরও বলেন, "আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।"

আপনার মূল্যবান মতামত দিন: