বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
দেশের নিকাহ রেজিস্ট্রার নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়। এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত দাওরায়ে হাদিস ডিগ্রিধারীরাও কাজী পদে আবেদন করতে পারবেন। আগে এই সুযোগ সীমাবদ্ধ ছিল কেবল আলিম সনদধারীদের জন্য।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, সংশোধিত আইনের ফলে কওমি ডিগ্রি এখন নিকাহ রেজিস্ট্রার পদের যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্ত হলো। তিনি বলেন,
“এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।”
কেন গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত?
- দেশের বিপুলসংখ্যক কওমি সনদধারী শিক্ষার্থী চাকরির সুযোগে নতুন দরজা পেল
- নিকাহ রেজিস্ট্রার নিয়োগে এখন আরও বিস্তৃত প্রতিযোগিতা তৈরি হবে
- ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর সনদধারীদের স্বীকৃতি বাড়ল
কে আবেদন করতে পারবেন?
- কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড
- দাওরায়ে হাদিস সনদধারীরা
- সংশোধিত আইন অনুযায়ী আবেদন করার সুযোগ আজ থেকেই কার্যকর
এই সিদ্ধান্তকে অনেকেই ধর্মীয় শিক্ষার প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ হিসেবে দেখছেন।

আপনার মূল্যবান মতামত দিন: