ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। বুধবার সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে মিছিলে বিভিন্ন হল ও অনুষদের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন—
“দেশের জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বহুদিন অপেক্ষা করেছে। আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রপ্রত্যাশী মানুষের আশা পূরণের পথ আরও সুগম হলো। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ঢাবি ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই প্রথম এভাবে প্রকাশ্যে আনন্দ মিছিল দেখা গেলো—যা নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই।

আপনার মূল্যবান মতামত দিন: