odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd December 2025, ২২nd December ২০২৫

মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ: গণমাধ্যমে হামলাকে গণতন্ত্র ধ্বংসের ইঙ্গিত বললেন বিএনপি মহাসচিব

odhikarpatra | প্রকাশিত: ২২ December ২০২৫ ১৭:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২২ December ২০২৫ ১৭:৫৩

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

বাংলাদেশে ক্রমবর্ধমান মব ভায়োলেন্স, গণমাধ্যমে হামলা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে গভীর সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আজ শুধু প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়, পুরো গণতন্ত্রের ওপর আঘাত এসেছে।”

সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলেমব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় সংহতি জানাতে এসে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে সম্পাদক পরিষদনিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)

মির্জা ফখরুল বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও এই সভায় এসেছেন বিশ্বাস ও দায়বদ্ধতার জায়গা থেকে। তিনি বলেন,
“আমি ৭৮ বছর বয়সে দাঁড়িয়ে প্রশ্ন করি—এই মুহূর্তে আমি কোন বাংলাদেশে আছি? সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, এমন স্বপ্ন কোনো দিন দেখিনি।”

তিনি আরও বলেন, গণমাধ্যমে হামলা মানে মানুষের স্বাধীনভাবে চিন্তা করার অধিকার ও কথা বলার অধিকারের ওপর সরাসরি আঘাত। তাঁর ভাষায়,
“জুলাই যুদ্ধ ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই অধিকারেই আবার আঘাত এসেছে।”

বিএনপি মহাসচিব রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,
“এটা কোনো একক রাজনৈতিক দলের লড়াই নয়। যারা অন্ধকার থেকে আলোতে আসতে চায়, যারা সত্যিকার অর্থে স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়—এখন তাদের রুখে দাঁড়ানোর সময়।”

এই প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক সংগঠন, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনের রাস্তায় মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে উদ্দেশ্যপ্রণোদিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই ঘটনায় নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা করা হয়। এই ঘটনাকে অনেকেই স্বাধীন গণমাধ্যমের জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন।

বিশ্লেষকদের মতে, মব ভায়োলেন্স ও সংবাদমাধ্যমে হামলা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি, যা রুখতে জাতীয় ঐক্য ও কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ এখন সময়ের দাবি।

 



🔴 ‘প্রথম আলো–ডেইলি স্টারে নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে’—মব ভায়োলেন্সের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

#মবভায়োলেন্স #গণমাধ্যমে_হামলা #প্রথমআলো #ডেইলি_স্টার #মির্জাফখরুল #গণতন্ত্র #স্বাধীন_মতপ্রকাশ #বাংলাদেশ_সংবাদ


 



আপনার মূল্যবান মতামত দিন: