odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬
ঠাকুরগাঁও নির্বাচনী সভায় মির্জা ফখরুলের বার্তা—ভোটের সুযোগ এসেছে, সবাই নিরাপদ থাকবে

যারা নির্দোষ, তাদের শাস্তি পেতে দেব না: আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ২৩ January ২০২৬ ২১:০১

odhikarpatra
প্রকাশিত: ২৩ January ২০২৬ ২১:০১

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা কোনো অন্যায় করেননি, তাদের শাস্তি পেতে দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নির্দোষ ব্যক্তি ও কর্মীরা নিরাপদ থাকবেন, তবে যারা অন্যায় করেছেন, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল্টিহরি বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, গত ১৫ বছরে জনগণ প্রকৃতভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। অনেক ক্ষেত্রে ভোট আগের রাতেই হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে ভোটারদের সামনে নতুন সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সমর্থক ও কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ায় মাঠপর্যায়ের কর্মীরা বিপদের মুখে পড়েছেন। তবে বিএনপি সাধারণ ও নির্দোষ মানুষদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি এই এলাকারই সন্তান। এর আগেও এই আসন থেকে নির্বাচন করেছেন—কখনো জয়ী হয়েছেন, কখনো পরাজিত হয়েছেন। কিন্তু কখনো এলাকাবাসীকে ছেড়ে যাননি। বয়স ৭৮ হলেও মানসিকভাবে নিজেকে তরুণ মনে করেন এবং সুযোগ পেলে এলাকার উন্নয়নে আরও কাজ করতে চান বলে জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একসঙ্গে বসবাস করে। বিভাজনের রাজনীতি নয়, বরং পারস্পরিক সহাবস্থান ও সমান নিরাপত্তাই বিএনপির লক্ষ্য।

এ সময় জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকেও দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি, তাদের হাতে দেশ নিরাপদ নয়। বিএনপিই পরীক্ষিত দল উল্লেখ করে তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী প্রচারণায় তিনি শোল্টিহরি বাজার ছাড়াও ১১ মাইল, বৈরাগীহাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

 

যারা নির্দোষ, তাদের শাস্তি পেতে দেব না: আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

#MirzaFakhrul #ঠাকুরগাঁওনির্বাচন #বিএনপি #ধানেরশীষ #বাংলাদেশরাজনীতি #ElectionBangladesh



আপনার মূল্যবান মতামত দিন: