ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত, আহত ১৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় তালেবান জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত ও ১৩ জন আহত হয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮ ১৫:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮ ১৫:০২

 

 দেশটির পূর্বাঞ্চলীয় এই প্রদেশের মুকার জেলায় নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত ও ১৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার প্রাদেশিক পুলিশ প্রধান মোহম্মদ জামান খোস্তি একথা জানিয়েছেন। 
খবর সিনহুয়া’র।
ওই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মুকার জেলার আলি খিল এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর তালেবান জঙ্গিদের অতর্কিতে হামলা চালালে উভয়পক্ষে মধ্যে এ সংঘর্ষ ঘটে। কয়েকঘন্টা বন্দুকযুদ্ধের পর জঙ্গিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ১৬ জন জঙ্গিল লাশ পাওয়া গেছে।
এই ঘটনা সম্পর্কে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: