ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
তথ্যপ্রযুক্তি খাতে যুব প্রতিবন্ধীদের উদ্বুদ্ধ করতে

তথ্যপ্রযুক্তি খাতে যুব প্রতিবন্ধীদের উদ্বুদ্ধ করতে প্রতিবন্ধীদের আইটি প্রতিযোগিতা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৮ ০৫:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৮ ০৫:৪১

তথ্যপ্রযুক্তি খাতে যুব প্রতিবন্ধীদের উদ্বুদ্ধ করতে

  যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাজধানীতে হয়েগেল জাতীয় আইটি প্রতিযোগিতা। গতকাল শনিবার সকালে গ্রিনরোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে এই প্রতিযোগিতা অনুস্থিত হয় প্রতিযোগিতার আয়োজন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

প্রতিযোগিতায় চারটি বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী ১৫ জন, শারীরিক ১৭ জন, অটিজম ১৩ জন এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী ১৫ যুবক অংশ নেয়


প্রতিযোগিতা শেষে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেন্ট বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি বিভাগে সেরা প্রথম তিনজনকে পুরস্কার হিসেবে অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।এছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে দক্ষতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত উচ্চতর কোর্সে ফ্রি অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: