odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

সাংবাদিক জগতের উজ্জল নক্ষত্র নঈম নিজামের শুভ জন্মদিন আজ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ November ২০১৮ ১৯:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ November ২০১৮ ১৯:১৭

বাংলাদেশে এই দিনে জন্মগ্রহন করেছিল বর্তমান সংবাদ পত্রের নতুন ধারার প্রবর্তক। সংবাদ পত্রকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন এক অনন্য অবস্থানে।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজ টুয়েন্টি ফোর ও রেডিও ক্যাপিটাল'র সিইও শ্রদ্ধেয় নঈম নিজাম এর আজকে শুভ জন্মদিন। আনলাইন নিউজ পোর্টাল 'আমাদের অধিকারপত্র' পরিবারের পক্ষ থেকে আপনার জন্য জন্মদিনের শুভ কামনা, শুভেচ্ছা-শুভ জন্মদিন শ্রদ্ধেয় নঈম নিজাম ভাই । বাংলাদেশের শীর্ষ করদাতা হিসেবে মিডিয়াকে এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে যে সম্মান দিয়েছেন তা অভুলনীয়।

 

 যার নেতৃত্বে ‘বাংলাদেশ প্রতিদিন’ আজকে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। যার পাঠক সংখ্যা প্রায় এক কোটি ৬ লাখ। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশ প্রতিদিন দেশের গণ্ডি ছাড়িয়েছে বেশ আগেই। এখন বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা ও ইউরোপ সংস্করণের প্রিন্ট ভার্সন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, ইতালি পৌঁছাচ্ছে নিয়মিতভাবেই।

আপাদমস্তক একজন কাজ পাগল মানুষ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সারাক্ষণ নিউজ নিয়েই তাঁর ভাবনা। তার দিকনির্দেশনায় দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। সেই সফল মানুষটির আজ জন্মদিন। প্রিয় নঈম নিজাম ভাই দীর্ঘজীবি হোন।
 আপনার মতন এ রকম একজন প্রতিভাধর সাংবাদিক পেয়ে বাংলাদেশ আজ গর্বিত।
গণ মাধ্যমের এই প্রাপ্য বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দিয়েছে।
আমরা যেন আপনার পদাংঙ্ক অনুসরন করে এগিয়ে যেতে পারি। আপনাকে অভিবাদন হে সাংবাদিক জগতের উজ্জল নক্ষত্র।


ছবিতে আরেকজন মানুষ আমাদের সম্পাদকের সহধর্মীনি যিনি জাতীয় প্রেসক্লাবে বিপুল ভোটে বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ দুজন মানুষ শুধু কর্মক্ষেত্রেই নয়, পিতা মাতা হিসেবেও সফল।



আপনার মূল্যবান মতামত দিন: