odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তির জন্য মুন্সীগঞ্জে দোয়া মাহফিল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ March ২০১৯ ২২:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ March ২০১৯ ২২:৩৪

বাহেরকুচিতে কবরস্তান কমিটির উদ্যেগে বিশ মুসলিম জাহানের রুহের মাগফেরাত কামনায় ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আাওয়মীলীগ এর সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের শারিরিক সুস্থতার জন্য দোয়া ও ওয়াজ মাহফিল এর আয়োজন করা হয় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাহেরকুচিতে কবরস্থান সংলগ্ন মাঠে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন গওহরডাংগা মাদ্রাসার মুহাদ্দিস ও আল জামিয়াতুল মুস্তফাগঞ্জ মাদ্রাসার সাইখুল হাদিস আল্লামা আঃ রউফ সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকামহানগর দঃ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রাহমান পলাশ, অনুষ্ঠান পরিচালনা করেন, আবু সাইদ, খতিব বাহেরকুচি জামে মসজিদ, উক্ত অনুষ্ঠান টির আয়োজক বাহেরকুচি কবরস্থান কমিটির পক্ষথেকে স্থানীয় মেম্বার আসাদুজ্জামান মিয়া তার বক্তব্যে, বাহেরকুচির কৃতিসন্তান মুহাম্মদ মাহবুবুর পলাশের ভূয়সী প্রসংসা করেন এবং আাগামীতে বাহেরকুচিতে উন্নয়নকাজ এ মাহবুবুর রহমান পলাশের আরো সংপৃক্ততা আশা করেন, এবং ওবায়দুল কাদেরের শারিরিক সুস্থতার জন্য সকলের দোয়া চান, প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাহবুবুর রাহমান পলাশ বলেন, আমি আপনাদের সন্তান আপনারা আমাকে যে সম্মান দিয়েছন মহান আল্লাহ যেন তা কবুল করেন এবং আল্লাহ যেন আমাকে আপনাদের ভালো কাজে অংশীদার করার সর্বোত্তর সুযোগ দান করেন, আপনারা জানেন যে সড়ক ও সেতু মন্ত্রি অসুস্থতাজনিত কারনে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছেন, আপনাদের এবং দেশবাসীর দোয়ায় আল্লাহর রহমতে তিনি এখন কিছুটা সুস্থ আাগামী কয়েক দিনের মধ্যেই তার ওপেনহার্ট সার্জারি হবে আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, হাজারো মুসলিম এর উপস্থিতিতে সকল মুসলিম জনগন ওবায়দুল কাদেরের জন্য এবং সারা জাহানের সকল মুমিন মুসলমানের জন্য দোয়া কামনা করা হয়



আপনার মূল্যবান মতামত দিন: