ঢাকা | সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
সিরাজদিখানে ফেইসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাস,

ধর্ম প্রান মুসলমাদের মাঝে উত্তেজনা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯ ০১:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯ ০১:৫১


ধর্ম প্রান মুসলমাদের মাঝে উত্তেজনা
সিরাজদিখানে ফেইসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাস, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে স্থানীয় এলাকাবাসী। ইসলাম বিরোধী স্ট্যাটাস নিয়ে স্থানীয় ধর্ম প্রান মুসলমাদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল শনিবার বিকেল ৫ টায় উপজেলার বালুরচর চৌরাস্তায় এ বিক্ষোভের আয়োজন করে মাদীনাতুল উলূম ক্বওমী মাদ্রাসা এবং স্থানীয় এলাকাবাসী। এসময় তারা ইসলাম বিরোধী স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ফেইসবুকে ইসলাম বিরোধী পোষ্ট কারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দ্বাবী জানান। অপরদিকে আগামী ৮ এপ্রিল স্থানীয় আলেম সমাজ বিষয়টি নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করবেন বলে জানান মাদীনাতুল উলূম ক্বওমী মাদ্রাসার শিক্ষকরা।

জানা যায়, উপজেলার বালুরচর ইউনিয়নের খাসনগর গ্রামের আব্দুর রাজ্জাক মাদবরের পুত্র কুয়েত প্রবাসী ফয়েজ জাহাঙ্গী তার ব্যক্তিগত ফেইসবুকে তিনি এবং তার পীর পূুত্রের ছবিসহ “বাকী খোদার ধার ধারী না আছি নগদ খোদা নিয়ে” (নাউজুবিল্লাহ) লিখে একটি স্ট্যাটাস পোষ্ট করেন। যার মাধ্যমে ইসলাম ধর্মের কটূক্তি ও চরম অবমাননা করা হয়েছে। এনিয়ে স্থানীয় এলাকাবাসীসহ মসজিদ মাদ্রাসার আলেমদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। আরো জানা যায়, খাসনগর গ্রামের সাবেক নুরু মেম্বারের ভাই ফয়েজ জাহাঙ্গীর। ফয়েজ জাহাঙ্গীর সুরেশ্বরীর একজন ভক্ত। এছাড়াও সুরেশ্বরীর একাধীক ভক্ত রয়েছে ওই এলাকায়। তাদের প্রত্যেকের হাতে বালা,শীকল, আংটি আর গলায় ওড়না ঝুলানো অবস্থায় দেখা যায়। এমনকি তারা প্রতিনিয়তই গাজা সহ অন্যান্য মাদক সেবনে আসক্ত। প্রতি বছর তাদের পীরের নামে বাৎসরিক ওরশ করে তারা। ওরশে তাদের সবচেয়ে বড় একটি অংশ থাকে গাজা বা নেষা জাতীয় দ্রব্য সেবন। সম্প্রতি পুুলিশ ওই ওরশ থেকে গাজা সহ একাধীক ব্যক্তিকে আটক করে কোর্টে প্রেরণ করে। এমনকি ভক্তদের পিতা মাতা মারা গেলে সন্তান কর্তৃক জানাজার ব্যবস্থা না করে ওই পীরের পাশে সেজদাহ করতে দেখা গেছে বলে অনেকে জানান।


মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৭১০৪৭১৯৪৭
তারিখ-০৬/০৪/২০১৯ খ্রিঃ।

 

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: