ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
লেদারটেক বাংলাদেশ-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

চামড়া শিল্পকে রপ্তানি খাতে দি¦তীয় স্থানে দেখতে চাই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯ ২১:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯ ২১:৫৬



ঢাকা ঃ  ১৫ কার্তিক (৩১ অক্টোবর, ২০১৯) ঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি, এমপি বলেছেন বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। সরকার বিনিয়োগকারীদের সবধরনের সহযোগিতা প্রদান করছে। বাংরাদেশে চামড়া শিল্পে বিনিয়োগকারীরা লাভবান হবেন। দেশি-বিদেশি বিনিয়োগকারীগণের জন্য বাংলাদেশে উপযুক্ত স্থান। আমরা চামড়া শিল্পকে রপ্তানি খাতে দি¦তীয় স্থানে দেখতে চাই। ২০২১ সালে চামড়া খাতে বাংলাদেশের রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, আমরা আরো বেশি দেখতে চাই। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে তৈরী কোন পণ্যের মানের সাথে কোন কম্প্রমাইজ নেই। পণ্যের উন্নত মান এবং মূল্য কমের মাধ্যমে বিশ^বাজারে স্থান করে নিতে হবে। বেসরকারি যে কোন উদ্যোগের সাথে সরকারের সহযোগিতা থাকবে। চামড়া শিল্পের কাঁচামাল ও কম মূল্যে আমাদের শ্রম শক্তি আছে। এ শিল্পকে বিশ^বাসীর কাছে জনপ্রিয় করে তোল সম্ভব।

বাণিজ্যমন্ত্রী আজ(৩১ অক্টোবর) ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ পাদুকা প্রস্তুত কারক সমিতি আয়োজিত তিনদিনব্যাপি “সপ্তম লেদারটেক বাংলাদেশ-২০১৯” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া শিল্পের উন্নযনে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কে আমরা কাজে লাগাতে পারি। আমরা বিশ^াস করি বিশে^র বড় বড় কোম্পানি গুলো বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে আসবে। তখন এ খাতের চিত্র অন্যরকম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে উঠছে। এগুলোতে বিনিয়োগ করতে অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। বাংলাদেশের চামড়া জাত পণ্যের চাহিদা বিশ^বাজারে দিনদিন বাড়ছে। সঠিক ভাবে গবেষণা করে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে আমরা চামড়া খাতে সফলতা অবশ্যই পাবো।

উল্লেখ্য, এবার মেলায় বিশে^র ২০টি দেশের তিনশতাধিক প্রতিষ্ঠান ফিনিস লেদার, ট্যানিং লেদারের জন্য মেশিনারিজ, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার,  চামড়াজাত পণ্যসহ এর সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, কোরিয়া তুরষ্ক, মিশর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলংকা, ইতালি, জা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯ এর আহবায়ক সৈয়দ নাসিম মঞ্জুর, লেদারগুডস এন্ড  ফুটওয়্যার  মেন্যুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস্ক ট্রেড এন্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এর পরিচালক নন্দ গোপাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পাদুকা প্রস্তুত কারক সমিতির প্রেসিডেন্ট শাহীন খান। অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
 



আপনার মূল্যবান মতামত দিন: