
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পৌরশহরের উত্তরশাহাপাড়া এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী হালিমা বিবি ইয়াবাসহ গ্রেফতার হওয়ার ঘটনায় গ্রামবাসী স্বস্তি পেয়ে গতকাল শনিবার সকালে পৌর পার্কে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের উত্তর সাহা পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজু মিয়ার স্ত্রী মাদক সম্রাজ্ঞী হালিমা বিবিকে গত বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১’শ ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় উত্তর সাহা পাড়া গ্রামের সাধারণ মানুষ স্বস্তির নিঃস্বাস ফেলে আনন্দ করে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে পৌর শিশু পার্কে শত শত মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মুকুল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম রঞ্জু, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি খলিলুর রহমান, শহর আওয়ামীলীগের সদস্য আব্দুল মতিন স্বপন, শহর যুবলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান মনির, আফজাল হোসেন মারুফ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম মিথুন, ৪নং ওয়ার্ড পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপদেষ্ঠা শহিদুল ইসলাম, কালু ব্যাপারী প্রমুখ
আপনার মূল্যবান মতামত দিন: