ঢাকা | সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বগুড়ায় শ্যালকের স্ত্রীকে একা পেয়ে দুলাভাই

odhikar patra | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯ ১৫:৪৭

odhikar patra
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯ ১৫:৪৭

শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই বোরহান আলীকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার গোয়ালগাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বোরহান আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে থেকে স্থানীয় এক ফটোকপির দোকানে কাজ করতো।

আজ শনিবার সকাল ৮টার দিকে বোরহান তার শ্বশুর বাড়িতে যায়। সেখানে তার শ্যালকের স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়ালগাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়, পুলিশ জানায়। 
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, ধর্ষককে আটকের পাশাপাশি কটিমকে আমাদের হেফাজতে নিয়েছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: