ঢাকা | সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাজধানীর উত্তরা ও সাতক্ষীরা থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ সদস্য আটক

odhikar patra | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯ ১৬:৪৬

odhikar patra
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯ ১৬:৪৬

রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর থানায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া জানান
তিনি বলেন, র‌্যাব সদস্যরা আটককৃতদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদী বই, লিফলেট, জঙ্গি প্রচারণার ভিডিওসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে। আটককৃতদের নামসহ বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


র‌্যাব-৪-এর মিডিয়া শাখার এসপি মো. সাজেদুর ইসলাম জানান, একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা থেকে নিষিদ্ব ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক জঙ্গি সদস্যকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর অপর একটি দল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উত্তরা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপর ৫জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদী বই, লিফলেট, জঙ্গি প্রচারণার ভিডিওসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: