odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

পায়রা তাপ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ November ২০১৯ ০৭:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ November ২০১৯ ০৭:১৪

 

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিহত নির্মাণ শ্রমিক ইব্রাহিম তারেক।ছবি: ইত্তেফাক
 
 

পটুয়াখালীর কলাপাড়াম উজেলার নিশানবাড়িয়া গ্রামে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট সম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ক্রেন থেকে লোহার এঙ্গেল পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম ইব্রাহিম তারেক (২২)। সে বরিশালের কোতোয়ালী থানার খয়ের দিয়া হোগলা গ্রামের আয়ুব আলী খানের ছেলে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের লেবার সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের শ্রমিক।

তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা জানায়, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কোল ইয়ার্ড (কয়লা রাখার স্থান) এলাকায় নিচে কাজ করছিল ইব্রাহিম। এ সময় ক্রেন দিয়ে লোহার এঙ্গেল স্থানান্তর করার সময় একটি এঙ্গেল ছুটে তার মাথার উপরে পড়ে। সঙ্গে সঙ্গে শ্রমিকরা তাকে উদ্ধার করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

রানা এন্টারপ্রাইজের মালিক ফারুক গাজী বলেন, কাজ করার সময় ইব্রাহিমের মাথায় হেলমেট ছিল। লোহার এঙ্গেল পড়ে হেলমেট ভেঙে তার মাথায় ঢুকে যায়।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, নির্মাণ কাজের সময় শুনতে পাই একজন শ্রমিক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় মারা যায়। বিসিপিসিএলের পক্ষ থেকে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: