odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

এক হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজ চলছে : সড়ক ও সেতুমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ January ২০২০ ০৩:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ January ২০২০ ০৩:৪৪

 

সংসদ ভবন, ২৮ জানুয়ারি, ২০২০  : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার দেশের মহাসড়ক উন্নয়নে ২০বছর মেয়াদী রোড মাস্টার প্ল্যান ২০০৯ প্রণয়ন করে বাস্তবায়ন করছে। এরমধ্যে ৪৪৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেন বা তদুর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে এবং ১ হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ককে ৪লেনে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান।
মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন,রোড মাস্টার প্ল্যান সংশোধন করে ঢাকার দুই সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন, নরসিংদী, মুন্সীগঞ্জ , মানিকগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) -এর মাধ্যমে বাস্তবায়নে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানকে সংশোধন করে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, রাজধানী ঢাকার আশপাশের জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৩৯৪ কিলোমিটার জাতীয় মহাসড়কের উভয় পাশে মাটি ভরাট করে ৪ লেন করার কাজ চলমান রয়েছে। সারাদেশের সড়ক ও জনপদ অধিদপ্তরের ১০টি জোনভিত্তিক গুচ্ছ প্রকল্প এবং জেলা মহাসসড়ক সমূহ উন্নয়নে ১০টি প্রকল্প চলমান রয়েছে।
সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ বাস্তবায়নের সারাদেশে সড়ক- মহাসড়ক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। সারাদেশে নিরবিছিন্ন মহাসড়ক নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ১২৮টি দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং এসব এলাকায় বিভিন্ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সড়ক মহাসড়কের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ১০৬৮টি সেতু ও ৪৬৫৬টি কালভার্ট নির্মাণ ও পুন:নির্মাণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: