odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

কোয়ারেন্টাইন শেষে ব্যাট হাতে ৩৭ রান তামিমের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ November ২০২০ ০১:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ November ২০২০ ০১:১৫

 

করাচি, ১৩ নভেম্বর ২০২০ : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে করাচিতে পৌঁছে দু’দিনের কোয়ারেন্টাইন শেষ করে প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে ৩৭ রান করলেন তিনি। প্রতিপক্ষ ছিলো মুলতান সুলতানস।
দেশ থেকে দুই দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গত ১১ অক্টোবর করাচি যান তামিম। সেখানে কোয়ারেন্টাইন শেষে লাহোরের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন তিনি। ৩৮ বলে ৩৭ রান করেন তামিম।
প্রথমে ব্যাট করে তার দল লাহোর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান। তামিম ছাড়াও লাহোরের পক্ষে ইংল্যান্ডের সামিট প্যাটেল ৩৩ বলে অপরাজিত ৪৯ রান করেন। লাহোরের ১৫৮ রানের টার্গেট স্পর্শ করে ২ উইকেটে জয় তুলে নেয় মুলতান।
পিএসএলের এলিমিনেটর ম্যাচে আগামীকাল তামিমের লাহোর মুখোমুখি হবে পেশাওয়ার জালমির।
অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তামিম। তামিম ছাড়াও পিএসএলের প্লে-অফে বাংলাদেশ থেকে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তার পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান।

 



আপনার মূল্যবান মতামত দিন: