odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫
ইংলিশ প্রিমিয়ারলিগ

প্রিমিয়ার লিগে টানা ৪ ম্যাচে জয় পেল চেলসি

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৬ February ২০২১ ১৯:৩০

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৬ February ২০২১ ১৯:৩০

নিজস্ব প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জয়ী হয়েছে।

৩১ মিনিটের সময় ম্যাচটিতে চেলসির হয়ে প্রথম গোল করেন অলিভার জিরুর্ড । এরপর ৩৯ মিনিটের সময় দ্বিতীয় গোল করেন তিমো ওয়ের্নার। গত নভেম্বরের পর এই প্রথম গোলের দেখা পেলেন তিমো।

এ নিয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে টানা ৪টি ম্যাচে জয় তুলতে সক্ষম হল চেলসি।

এছাড়া চেলসি নিউক্যাসলকে এই ম্যাচটিতে হারানোর মাধ্যমে তাদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে টানা ৮টি জয় তুলে নিয়েছে। ২০১৩ সাল পর্যন্ত ওয়েস্টব্রমকে টানা ৯টি হোম ম্যাচে হারিয়েছিল তারা। এখন নিউক্যাসলের বিপক্ষে পরবর্তী হোম ম্যাচে জয় তুলে নিতে পারলেই সেই পুরনো কীর্তিটি আবার ছুয়ে ফেলতে পারবে চেলসি।

শহীদুল

 



আপনার মূল্যবান মতামত দিন: