odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ক্রাইস্টচার্চে জাতীয় সঙ্গীত গাইলেন ক্রিকেটারা

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৭ December ২০২১ ০৭:৫২

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৭ December ২০২১ ০৭:৫২

 

ক্রাইস্টচার্চে, ১৬ ডিসেম্বর, ২০২১ : আজ ১৬ ডিসেম্বর। বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন করে বীর বাঙালি। সেই সাথে এবার দেশের বিজয়ের ৫০ বছরও পূর্ণ হলো। 
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে। এই উদযাপনে দেশে থাকতে না পারলেও, নিউজিল্যান্ডে থেকে পতাকা হাতে জাতীয় সংগীত গেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ক্রাইস্টচার্চে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ ক্রাইস্টচার্চের হাগলি ওভাল পার্কে অনুশীলনে নামে  বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারনে মাঠে অনুশীলন করতে পারেনি টাইগাররা। 
তবে মাঠে দাঁড়িয়ে দেশের পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদ্যাপনে শরিক হন দলের সাথে বাংলাদেশের ক্রিকেটাররা। 



আপনার মূল্যবান মতামত দিন: