odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
১৮ই জুন বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে

সাহসিকতা ও সততার পদ্মা সেতু

odhikarpatra | প্রকাশিত: ১৭ June ২০২২ ১২:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১৭ June ২০২২ ১২:৫৪

বঙ্গবন্ধু-কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবল দেশপ্রেম, দূরদর্শিতা ও আত্মবিশ্বাস থাকার কারণে তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। দেশের অভ্যন্তরের এবং আন্তর্জাতিক পরিমন্ডলের সকল বাধা-বিপত্তি পেরিয়ে এই নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য প্রিয় নেত্রীকে অভিনন্দন জানাতে এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এই সেতুর সম্ভাব্য ইতিবাচক প্রভাব বিশ্লেষণ করতে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

“সাহসিকতা ও সততার পদ্মা সেতু।”
তারিখ: ১৮ই জুন ২০২২, শনিবার।
সময়: বিকেল সাড়ে ৪টা।
স্থান: জহুর হোসেন চৌধুরী মিলনায়তন (দোতলা), জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।

এতে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু পরিষদের প্রাণপুরুষ ও কেন্দ্রীয় সভাপতি ডা: এস এ মালেক।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রখ্যাত লেখক, গবেষক ও সাংবাদিক এবং বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য জনাব অজিত কুমার সরকার।

মূল প্রবন্ধের ওপর বিশদ আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্বনামধন্য অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড: আবুল বারকাত।

বঙ্গবন্ধু পরিষদের ঢাকায় অবস্থানরত সব নেতা-কর্মীকে যথাসময়ে স্বাস্থবিধি মেনে সভায় যোগ দিতে অনুরোধ করছি।

ঢাকার বাইরে বা বিদেশ থেকে যারা অনুষ্ঠান শুনতে চান তারা নিচের লিংক ব্যবহার করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই লিংক ব্যবহার করা যাবে।
Topic: সাহসিকতা ও সততার পদ্মা সেতু।
Join URL: https://bdren.zoom.us/j/61669350441?pwd=WkYwT3diUGtNaWJkMWszVHRWTi93UT09
Session ID: 61669350441
Session Password: 4445
Session Start time: 18 June 2022, 04:30pm
Powered by BdREN

এই ইস্যুটির গুরুত্ব বিবেচনা করে দেশে-বিদেশে বঙ্গবন্ধু পরিষদের সব কমিটি সেই দিন নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় কমিটির সভার আগে কিংবা পরে (একই সময়ে নয়, কারণ তাদেরকে তখন কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠান শুনতে হবে) যাতে অনুষ্ঠান বা ওয়েবিনারের আয়োজন করে সেজন্য সনির্বন্ধ অনুরোধ করা হলো। সেই সভার উপস্থিতি ও সভার দুই কপি করে ছবি কেন্দ্রে পাঠানোর জন্যও অনুরোধ করছি।

জয়তু শেখ হাসিনা।
জয় বঙ্গবন্ধু।
জয় বাংলা।

অধ্যাপক আ ব ম ফারুক।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।



আপনার মূল্যবান মতামত দিন: