odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th November 2025, ৯th November ২০২৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালে

odhikarpatra | প্রকাশিত: ২৬ February ২০২৩ ০৮:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৬ February ২০২৩ ০৮:২৫

কেপ টাউন  (দক্ষিণ আফ্রিকা), ২৫ ফেব্রুয়ারি ২০২৩ : কেপ টাউনের নিউল্যান্ডসে শুক্রবার রাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি  বিশ^কাপের দ্বিতীয় সেমিফাইনালে ফেবারিট ইংল্যান্ডকে ৬ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার জয়ে ওপেনিং ব্যাটার টাজমিন ব্রিটস ও মিডিয়াম পেসার অবঙ্গা খাকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
টসজয়ী দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং  করে  চার উইকেটে  ১৬৪ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে লরা উলভার্ট ও ব্রিটস মিলে ৯৬ রানের জুটি গড়ে তুলেন। এর মধ্যে উলভার্ট ৪৪ বলে ৫ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ৫৩ ও ব্রিটস ৫৫ বলে ৬ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৬৮ রান করেন।
লরা উলভার্ট ও ব্রিটস মিলে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটিং পারফরমেন্স উপহার দেন। বাংলাদেশের বিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার অপরাজিত সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। কাল ১৩.৪ ওভারে প্রথম উইকেটে তারা করেছেন ৯৬ রান।
জবাবে ইংল্যান্ড ৮ উইকেটে ১৫৮ রানে ইনিংস শেষ করে। ব্রিটস সর্বোচ্চ রানের ইনিংস উপহার দেয়া ছাড়াও চারটি ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে সামনে থেকে সহযোগিতা করেছেন।
মিডিয়াম পেস বোলার খাকা ১৮তম ওভারে নিয়েছেন তিন উইকেট। সব মিলিয়ে চার ওভারে ২৯ রানে তিনি ৪ উইকেট দখল করেছেন।
ফাস্ট বোলার শাবনিম ইসমাইল ইনিংসের ষষ্ঠ ওভারে জোড়া উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেকথ্রু এনে দেন। এরপর নিজের শেষ ওভারে ইংলিশ অধিনায়ক হিথার নাইটকে (৩১) বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন।
এর আগে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৫ রানে ভারতকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে।
আগামীকাল রোববার ফাইনালে মুখোমুখি হবে  দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা ১৬৪/৪, ২০ ওভার (ব্রিটস ৬৮, উলভার্ট ৫৩ : একলেস্টোন ৩-২২)
ইংল্যান্ড ১৫৮/৮, ২০ ওভার (এন.স্কিভার-ব্রান্ট ৪০, ওয়াইয়াট ৩৪, নাইট ৩১ : খাকা ৪-২৩৯, ইসমাইল ৩-২৭)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : টাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা)



আপনার মূল্যবান মতামত দিন: