odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

চীনের ও হন্ডুরাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ March ২০২৩ ২১:০৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ March ২০২৩ ২১:০৭

মধ্য যুক্তরাষ্ট্রের দেশ হন্ডুরাস মূল ভূ-খন্ড চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। প্রেসিডেন্ট জিওমারো কাস্ত্রো মঙ্গলবার এই কথা বলেছেন। তবে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে কি-না সে সম্পর্কে কিছু বলেনি।

হন্ডুরাসের প্রেসিডেন্ট ক্যাস্ত্রো টুইটারে বলেছেন, তিনি চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রেইনাকে নির্দেশনা দিয়েছেন। তবে তাইওয়ান হন্ডুরাসকে চীনের ‘ফাঁদে’ না পড়ার জন্য সতর্ক করেছে। কারণ, চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে ।

উল্লেখ্য, ওয়াশিংটনের পাশে থাকা মধ্য যুক্তরাষ্ট্রের সকল দেশ দশকের পর দশক ধরে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আসছিল। কিন্তু এখন কেবলমাত্র হন্ডুরাস, গুয়েতেমালা ও বেলিজের সাথে তাইপে’র কূটনৈতিক সম্পর্ক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: