odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ইসরায়েলের অস্ত্র কিনবে না আমিরাত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ March ২০২৩ ০৪:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ March ২০২৩ ০৪:০৪

ফিলিস্তিনিদের বিরুদ্ধে তৎপরতা চালানোয় ইসরায়েল সরকারের ওপর ক্ষুব্ধ সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। এর জেরে ইসরায়েলের কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল করেছে দেশটি।

ইসরায়েল সরকারের কর্মকাণ্ড আমিরাতকে ক্ষুব্ধ করেছে। বিশেষ করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির নির্দেশে আল আকসা মসজিদে হামলা, ফিলিস্তিনের হুওয়ারা শহরে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর হামলা, গ্রামটিকে নিশ্চিহ্ন করে দিতে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের আহ্বান জানানোর ঘটনায় আমিরাত ক্ষুব্ধ হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সরকারকে নিয়ন্ত্রণ করতে পারছেন– এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করতে পারব না।

 



আপনার মূল্যবান মতামত দিন: