odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

রাহুল গান্ধীর ২ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ March ২০২৩ ১৯:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ March ২০২৩ ১৯:৪৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির গুজরাটের আদালত। আজ বৃহস্পতিবার সুরাট দায়রা আদালত ২০১৯ সালের ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে দুই বছরের জেলের সাজা দিয়েছে।একই সঙ্গে আপিল করার জন্য তাকে ৩০ দিনের জামিন দিয়েছেন আদালতটি।

২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, “সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?” আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্কঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলায়ই দোষী সাব্যস্ত হলেন রাহুল।

রাহুল গান্ধীর বক্তব্যের বিরুদ্ধে দেশটির আইপিসি-এর ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় আজ তৃতীয়বারের মতো আদালতে হাজিরা দেন রাহুল গান্ধী। আজ শুনানি শেষে আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেন। সংসদের বাইরে আদালতের আদেশে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘রাহুল গান্ধী যা-ই বলুক না কেন তা সর্বদা কংগ্রেস দল এবং সমগ্র জাতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।’

এদিকে আদালত আজই কংগ্রেসের এই নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আগামী ৩০ দিনের জন্য আদালত তার রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে করেছেন। এ সময়ের মধ্যে রাহুল গান্ধী সুরাট আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। সূত্র : আনন্দবাজার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



আপনার মূল্যবান মতামত দিন: