odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ March ২০২৩ ১৮:৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ March ২০২৩ ১৮:৪৩

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক আফগানিস্তান। তৃতীয় ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলার সুযোগ ছিল আফগানদের। তবে তা পারল না তারা। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৬৬ রানের বড় ব্যবধানে হারল নবি-রশিদরা।

সোমবার রাতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে প্রথম দুই ম্যাচের মতো পাকিস্তানকে নাস্তানাবুদ করতে পারেনি আফগান বোলাররা। সাইম আইয়ুবের ৪০ বলে ৪৯ ইফতেখার আহমেদের ৩১ এবং শেষের দিকে অধিনায়ক শাদাব খানের ২৮ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার খেলে ১৮২ রান সংগ্রহ করে পাকিস্তান।

জবাবে বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েন আফগান ব্যাটসম্যানরা। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেন তারা। এর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে মোহাম্মদ নবি ও উসমান ঘানি। কিন্তু তারা দলকে বেশি সাহায্য করতে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগেই ১১৬ রানে অলআউট হয়ে যান আফগানরা।



আপনার মূল্যবান মতামত দিন: