odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

গাজা থেকে এক জিম্মির মরদেহ গ্রহণ করেছে ইসরাইল

odhikarpatra | প্রকাশিত: ৬ November ২০২৫ ১৮:১০

odhikarpatra
প্রকাশিত: ৬ November ২০২৫ ১৮:১০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, বিকাল ৪:৪০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫, বিকাল ৪:৪৬

গাজা থেকে এক জিম্মির মরদেহ গ্রহণ করেছে ইসরাইল। বুধবার রেডক্রসের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের হাতে মরদেহটি তুলে দেওয়া হয়েছে। মরদেহটি সামরিক সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণের পর জাতীয় ফরেনসিক কেন্দ্রে পাঠানো হবে পরিচয় শনাক্তের জন্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, “আমাদের জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শেষ জিম্মিকে ফিরিয়ে না আনা পর্যন্ত এই প্রচেষ্টা চলবে।”

ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেটের যৌথ বিবৃতিতে জানানো হয়, মরদেহটি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছে। মৃত ব্যক্তির আনুষ্ঠানিক পরিচয় ঘোষণার আগে জনগণকে অপেক্ষা করতে বলা হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হলে হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে তারা এসব জিম্মিকে আটক করেছিল, যার পর থেকেই গাজা যুদ্ধ শুরু হয়।

চুক্তি অনুযায়ী, হামাস ২৮ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল। সর্বশেষ মরদেহটি বাদে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ ফেরত দেওয়া হয়েছে—যার মধ্যে ১৯ জন ইসরাইলি, একজন থাই ও একজন নেপালি।

প্রতিটি মৃত জিম্মির বিনিময়ে ইসরাইল ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে বলে চুক্তিতে উল্লেখ আছে।

তবে ইসরাইল অভিযোগ করছে, হামাস মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করছে। অন্যদিকে হামাসের দাবি, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় প্রক্রিয়াটি ধীরগতিতে চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: