odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডো নিহত ১০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ April ২০২৩ ০৪:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ April ২০২৩ ০৪:৪০

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড় হয়েছে। এতে ১০ জনের মৃত্যু এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক। 

আরকানসাসসহ অন্তত ৬টি অঙ্গরাজ্যে শুক্রবার ৫০টিরও বেশি টর্নেডো বয়ে গেছে। এরমধ্যে আরকানসাসে ৩ জন মারা গেছেন।

আরকানসাসের পুলাস্কি কাউন্টির মুখপাত্র ম্যাডেলিন রবার্টস জানিয়েছেন, অন্তত ৫০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ইলিনয়ে অন্তত ২২টি, আইওয়াতে ৮টি, টেনেসিতে ৪টি, উইসকনসিনে ৫টি এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, লিটল রক এলাকাসহ আরকানসাসে অন্তত ১ ডজন টর্নেডোর খবর পাওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: