odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ April ২০২৩ ২১:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ April ২০২৩ ২১:১১

পশ্চিম তীরে  এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত যুবকের নাম মোহাম্মদ রায়েদ বারাদিয়াহ(২৪)।

জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে পুলিশের গুলিতে ফিলিস্তিনি এক মেডিকেল শিক্ষার্থী নিহত হওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে পশ্চিম তীরে যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটল। 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেইত উম্মার শহরের কাছে বারাদিয়াহকে তার গাড়ির ভেতরে গুলি করা হয় এবং গুরুতর আহত বারাদিয়াহর কাছে যেতে চিকিৎসকদের বাধা দেওয়া হয়। সূত্র: ওয়াফাকে 

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বারাদিয়াহ তার গাড়িটি কয়েকজনের সৈন্যের ওপর উঠিয়ে দেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, গাড়ি চাপায় তিনজন আহত হয়, যাদের মধ্যে দু'জনের আঘাত গুরুতর।



আপনার মূল্যবান মতামত দিন: