odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

বাঘের থাবার বধ ক্যাঙ্গারু

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩০ August ২০১৭ ১৬:৩৭

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩০ August ২০১৭ ১৬:৩৭

ক্রিকেট বিশ্বে রাজ করা অস্টেলিয়াকে বধের স্বাদ নিলো বাংলার ক্রিকেট টাইগাররা। এলো জয়। দীর্ঘ ১১ বছর পরে মুখোমুখি হয়ে প্রথম টেস্টেই কাঙ্খিত জয় তুলে নিয়েছে মুশফিক বাহিনী। প্রথম ম্যাচের চতুর্থ দিনে ২০ রানের জয় তুলে নেয় সাকিব-তামিমরা।

এর আগে বিশ্বের অন্যতম শক্তিশালী দলটিকে এক দিনের ম্যাচে হারালেও এবারই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল।

কার্যত নিজেদের ৫০তম ম্যাচে দলকে ২০ রানের দারুণ এক জয় উপহার দিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক অর্ধশতক ও ১০ উইকেট নিয়েছেন সাকিব। আর দুই ইনিংসেই অর্ধশতক পেয়েছেন তামিম।

অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ টেস্টে এটাই বাংলাদেশের প্রথম জয়। টেস্টে বাংলাদেশের জয় পৌঁছাল দুই অঙ্কে, ১০১ টেস্টে ১০টি। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কার পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: