odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

পিকআপের কেবিনের ভেতরে ৬০ বোতল ফেনসিডিল: আটক-১

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ June ২০২৩ ২০:৫০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ June ২০২৩ ২০:৫০

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বিকল হয়ে পড়ে একটি পিকআপ। ওই মহাসড়কের ওপর দাঁড়িয়ে পড়ে বাহনটি। পাশ দিয়ে যাচ্ছিলেন হাইওয়ে পুলিশ সদস্যরা। পিকআপের চালককে সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছিলেন তারা। তবে পুলিশ দেখেই ভোঁ-দৌড় চালকের! তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ধাওয়া দেন চালককে। কিছুদূর যাওয়ার পর আটক হয় চালক। বেরিয়ে আসে দৌড়ানোর রহস্য।

আজ শনিবার (২৪ জুন) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। আটক পিকআপ চালক সদর দক্ষিণ উপজেলার কমলাপুরের আইয়ুব আলীর ছেলে কবির হোসেন (২৪)।

হাইওয়ে পুলিশের সূত্র বলছে, চালককে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তিনি চুপচাপ থাকায় সন্দেহ হয়। পরে পিকআপটি তল্লাশি করা হয়। সে সময় পিকআপের কেবিনের ভেতরে চালকের পাশের আসনের নিচে ব্যাগের ভেতর ৬০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, হাইওয়ে পুলিশ সারাক্ষণ টহলে থাকে। তার গাড়িতে মাদক ছিল। তাই হাইওয়ে পুলিশ দেখে ভয়ে ওই চালক দৌড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: