odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ July ২০২৩ ১৪:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ July ২০২৩ ১৪:৫৭

কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার কেরণখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে একটি মাছের খাবার তৈরির কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. আলাউদ্দিন দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ফুলতলী গ্রামের ময়নাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়ঘড়িয়া বাজার সংলগ্ন ওই মাছের খাবার তৈরির কারখানার বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয় আলাউদ্দিন। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।



আপনার মূল্যবান মতামত দিন: