odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
মুন্সিগঞ্জের সিরাজদিখানে

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বালু উত্তোলন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১১ July ২০২৩ ০০:৪৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১১ July ২০২৩ ০০:৪৮

এইচ,আই লিংকন:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোল। ঘটনাটি ঘটেছে  উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামে। গত বুধবার (৫জুলাই)  ভুক্তভোগী  লিটন বেপারী মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালতে এ বিষয়ে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নম্বর ১৫৮/২০২৩।

ভুক্তভোগী লিটন বেপারী অভিযোগ করে বলেন, আমাদের জৈনসার ইউনিয়নের খিলগাও মৌজার এস.এ-৪৪৬ ও আর.এস-২৮৮নং দাগের এজমালি পুকুর থেকে নুরুজ্জামান খান অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে পুকুরে পার সংলগ্ন আমাদের সকল মালিকদের বসত বাড়ী ভেঙ্গে যাওয়ার আশঙ্কা আছে। তাই জরুরী ভিত্তিতে পুকুরে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করার জন্য এ বিষয়ে সিরাজদিখান থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  অভিযোগ করি। অভিযোগের পরেও কোন প্রতিকার না পেয়ে গত ৫ জুলাই  আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। মামলা করার পর গত ৭ জুলাই সিরাজদিখান থানা থেকে পুলিশ গিয়ে উভয়পক্ষকে নোটিশ জারি করে আসে। 

বিজ্ঞ আদালতের দেয়া নোটিশ সূত্রে জানাযায়,  আগামী ৩১ জুলাই ধার্য্য তারিখে উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে স্ব স্ব সাক্ষ্য প্রমাণাদি সহ হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া  উভয় পক্ষকে বিরোধীয় বিষয়াদি আইনগতভাবে নিষ্পত্তি এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়। কোন ধরনের দাঙ্গা হাঙ্গা তথা শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এরুপ কর্মকান্ড হইতে বিরত থাকতে বলা হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে বলেও নোটিশটিতে লেখ। 



আপনার মূল্যবান মতামত দিন: