odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৪ July ২০২৩ ০৩:৫৫

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৪ July ২০২৩ ০৩:৫৫

ওবায়দুল হক খান :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন ২০২৩ আজ বৃহস্পতিবার ( ১৩ জুলাই)  বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল  হোসেন সাচ্চু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান জিপু এর সভাপতিত্ব ও  যুগ্ম আহ্বায়ক মো. মতিয়ার রহমান মতি’র সঞ্চালনায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজগর টগর, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম।

এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দ সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন: