odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

সিলেটে টিকিটের জন্য হাহাকার; হতাশ ক্রিকেটপ্রেমীরা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৬ July ২০২৩ ০৪:৪৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৬ July ২০২৩ ০৪:৪৩

সিলেটে আন্তর্জাতিক ম্যাচ মানেই গ্যালারি থাকবে দর্শকে ভর্তি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই দৃশ্য দেখা গেছে। গ্যালারিতে বসেই টাইগারদের রোমাঞ্চকর জয় উপভোগ করেছেন দর্শকরা। মাঠে বসে খেলা দেখার মতো মজা আর কী আছে।

আগামীকাল রবিবার সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যে এই ম্যাচের টিকিট প্রায় শেষ হয়ে গেছে। শনিবার বিকেলে টিকিট বুথে গিয়ে দেখা যায়, ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য চেষ্টা করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গ্র্যান্ড স্ট্যান্ডের ১৫০০ টাকা মূল্যের টিকিট ছাড়া বাদবাকি সব বিক্রি হয়ে গেছে। তাই হতাশ হয়ে ফিরতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের। যারা টিকিট কাটতে পেরেছেন, তারা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন।



আপনার মূল্যবান মতামত দিন: