odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

গলাচিপায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

মো.নাসির উদ্দিন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ১৭ July ২০২৩ ২১:৪৭

মো.নাসির উদ্দিন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ July ২০২৩ ২১:৪৭

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য ৬০ জন অসহায় মানুষের মাঝে ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭জুলাই) উপজেলা পরিষদের হল রুমে সকাল ১১ ঘটিকায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃসাইফুল ইসলাম এর সভাপতিত্বে এই চেক বিতরণ করেন প্রধান অতিথি পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

এ সময় এমপি এসএম শাহজাদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি গলাচিপা-দশমিনায় অসহায় মানুষের জন্য বিভিন্ন আর্থিক অনুদানের চেক প্রদান করে। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃশাহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টুটু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃআলমগীর হোসেন,জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী,প্রেসক্লাব সভাপতি মুঃখালিদ হোসেন মিলটন,সাধারন সম্পাদক সোহাগ রহমান, উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মাসুদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ। এই চেক হাতে পেয়ে অসহায় মানুষেরা আনন্দ প্রকাশ করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।



আপনার মূল্যবান মতামত দিন: