odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায়

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২ নেতা গ্রেফতার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৯ July ২০২৩ ১৮:৫৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৯ July ২০২৩ ১৮:৫৮

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ায় বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান,গত মঙ্গলবার (১৮ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ২০০ নেতাকর্মীর নামে সদর থানায় পৃথক তিনটি মামলা করে পুলিশ।
 
সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, পুলিশ ও তাদের স্থাপনায় হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০০ জনের (বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী) নামে পৃথক তিনটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। মামলার পর রাতেই শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও পুরান বগুড়ার বাসা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েলকে গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা, গুলি ও লাঠিচার্জ করে। এতে অর্ধশত গুলিবিদ্ধসহ অন্তত ২০০ নেতাকর্মী আহত হন। পুলিশের টিয়ারশেলের ধোঁয়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে অর্ধশত ছাত্রী অসুস্থ হয়। তবে তিনি পুলিশের ওপর ককটেল ও ইটপাটকেল হামলার কথা অস্বীকার করেন।

অন্যদিকে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বগুড়া শহরের নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, ‘দেশের অন্যান্য স্থানের মতো মঙ্গলবার দুপুরে বগুড়া শহরে পুলিশ আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালিয়েছে। পুলিশ নজীরবিহীন তান্ডব চালিয়েছে। পুলিশের গুলি ও লাঠিচার্জে অন্তত ২০০ নেতাকর্মী আহত হয়েছেন। নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন। পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই।’



আপনার মূল্যবান মতামত দিন: