odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
হবিগঞ্জের মাধবপুরে

নিখোঁজের ৪ দিন পর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৯ July ২০২৩ ১৯:০৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৯ July ২০২৩ ১৯:০৩

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের চারদির পর বাবুল মিয়া (৪৬) নামে এক যুবকের হাত ও পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে উপজেলার রঘুনন্দন জগদীশপুর সংরক্ষিত বন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের ছায়েব আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া গরু চড়াতে রঘুনন্দন পাহাড়ে যায়। সন্ধ্যার দিকে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম (১৭ জুলাই) মাধবপুর থানায় স্বামী নিখোঁজ উল্লেখ করে সাধারণ ডায়েরী করেন।। 

গতকাল মঙ্গলবার বিকালে পাহাড়ী শ্রমিকরা বনে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুল মিয়ার হাত ও পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। স্ত্রী মাহমুদা বেগম লাশটি তার স্বামীর হিসেবে শনাক্ত করেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: