odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপির উঠান বৈঠক

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২০ July ২০২৩ ০১:১৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২০ July ২০২৩ ০১:১৩

মো: নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপির পক্ষ থেকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে উপজেলার গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক উঠান বৈঠক হয়েছে।

আজ বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন। এ সময় গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন। তারা বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যকে তুলে ধরে জনগণের মাঝে বক্তব্য রাখেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান।

আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবু কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মো. দুলাল প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু, গোলখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: