odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ইন্টার মায়ামিকে নেতৃত্ব দেবেন মেসি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৫ July ২০২৩ ১৮:৫৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৫ July ২০২৩ ১৮:৫৬

আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামির নেতৃত্বের ভার পাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সোমবার মায়ামির কোচ তাতা মার্তিনো মেসিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে মেসি যোগ দেন কিছুদিন আগে। গত রবিবার অভিষেক হয় তার।

এই ম্যাচ দারুণ এক ফ্রি-কিক গোল দিয়ে রাঙান তিনি। মেক্সিকোর ক্লাব ক্রুস আজুলের বিপক্ষে সেই ম্যাচটিতেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

এদিকে মায়ায়মির আগের অধিনায়ক গ্রেগর পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন লম্বা সময়ের জন্য। এমতাবস্থায় নেতৃত্বের ভার কার ওপর পড়বে? এমন প্রশ্নে ক্লাবটির কোচ জানিয়ে দিলেন, মেসিই থাকছেন, তিনিই থাকবেন।



আপনার মূল্যবান মতামত দিন: