odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

শ্রীনগরে উপজেলা সাহিত্য মেলার উদ্ধোধন

এম এ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৯:৩৫

এম এ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৯:৩৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা সাহিত্য মেলা-২০২৩  এর উদ্ধোধন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীনগর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী এই মেলার উদ্ধোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক বাংলা একাডেমি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, কৃষি কর্মকর্তা মহসিনা জাহান তোরণ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন, শ্রীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন,সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামসহ বিভিন্ন লেখক প্রবন্ধকার, স্কুল শিক্ষ, শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য, লেখক, প্রবন্ধকার পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন পর্বের এই সাহিত্য মেলাটি বৃহস্পতিবার ও শুক্রবার দুই ব্যাপি চলবে।



আপনার মূল্যবান মতামত দিন: