odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্টিভ স্মিথ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৯ July ২০২৩ ২০:৪৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৯ July ২০২৩ ২০:৪৬

আলো ঝলমলে ক্যারিয়ারের শেষটা ওভালেই করেছিলেন ডন ব্র্যাডম্যান। আবেগের সেই ম্যাচে ফেরেন শূন্য রানে। তবে ওভালে বিদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫৩ রানের রেকর্ডটা এত দিন ছিল এই কিংবদন্তির। গতকাল জেমস অ্যান্ডারসনকে টানা দুই বাউন্ডারি মেরে রেকর্ডটা পেছনে ফেলেন অস্ট্রেলিয়ারই স্টিভেন স্মিথ। 

ঐতিহ্যবাহী ভেন্যুটিতে খেলতে নেমেছিলেন ৫৪৬ রান নিয়ে। দ্বিতীয় দিন তিনি আউট হন ৭১ রানে, তাতে ওভালে তাঁর রান বেড়ে দাঁড়ায় ৬১৭। এতে করে ওভালে সবচেয়ে বেশি রান করা বিদেশি ব্যাটার ডন ব্র‍্যাডম্যানের রেকর্ড ভাঙেন স্টিভ স্মিথ। এখন ওভালে সবচেয়ে বেশি রান করা একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: