odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
নরওয়ের নারী ফুটবলাররা

বৈষম্য নিরসনে পুরুষ ও নারী ফুটবলাদেরও সমান বেতন

ডেক্সবার্তা | প্রকাশিত: ৮ October ২০১৭ ১৮:২৩

ডেক্সবার্তা
প্রকাশিত: ৮ October ২০১৭ ১৮:২৩

বেতন বৈষম্য নিরসনে পুরুষ ও নারী ফুটবলাদেরও সমান বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল সংস্থা। ফলে এখন থেকে নরওয়ের নারী ফুটবলাররা দেশটির পুরুষ ফুটবলারদের সমান বেতন পাবেন বলে বিবিসি সূত্রে জানা গেছে।

বর্তমানে নরওয়ের নারী ফুটবলাররা ৩ দশমিক ১ মিলিয়ন ক্রোনা বা ২ কোটি ৮১ লাখ ১৪৭৬ টাকা বেতন পায়। বেতন বৃদ্ধির ফলে তাদের নতুন বেতন হবে ৬ মিলিয়ন ক্রোনা বা ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৮২ টাকা।

নরওয়ে নারী দল একবার নারী বিশ্বকাপ জিতেছেন। আর দুইবার নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন নরওয়ের নারীরা।



আপনার মূল্যবান মতামত দিন: