odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েকে মারপিটের অভিযোগ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩১ July ২০২৩ ০১:২২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩১ July ২০২৩ ০১:২২

মো. আমির হোসেন ঢালি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মেয়ে ও মাকে মারপিট করে আহত ও শ্নীনতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামে।

হামলায় আহতরা হলেন, ফাতেমা বেগম (৪০) তার মেয়ে মুনা আক্তার (১৮)। তাদেরকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক ফাতেমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। তার মেয়ে মুনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নির্যাতনের শিকার ফাতেমা বেগমের স্বজনেরা জানান, মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামের ৫ নং ওয়ার্ড পাড়জা এলাকার মিন্নাত খন্দকারের স্ত্রী ফাতেমার সাথে প্রতিবেশী পিংকি ও সেলিম খন্দকারের সাথে দীর্ঘদিন ধরে সরকারি টিউবওয়েলর পানি আনতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার মীমাংস হয়েছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ফাতেমা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।

অভিযোগসূত্রে জানা গেছে, পূর্ব শত্রু তাকে কেন্দ্র করে গত মঙ্গলবার (২৫ জুলাই ) দুপুর সাড়ে ১১টায় পিংকি ও সেলিম খন্দকারের পক্ষ হয়ে একই এলাকার আব্বাসের স্ত্রী রাশেদা বেগম (৪০), রাশেদার মেয়ে রিয়াতা (২০),  রাশেদার ছোটবোন জুলেখা বেগম (৩০), আন্নাছ তালুকদারের ছেলে ফাহিম তালুকদার (২৮), নাগর খন্দকারের ছেলে সেলিম (২৭) সেলিমের স্ত্রী পিংকি (২৫) সঙ্ঘবদ্ধ ভাবে ক্ষিপ্ত হয়ে ফাতেমাকে মারপিট করে। সে সময় তার মেয়ে মুনা আক্তার ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে। তাদের শ্লীলতাহানি ঘটায় ও তাদের কাছ থেকে সোনার অলঙ্কারও লুট করে।

এবিষয়ে সিরাজদিখান থানার সাব ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে  তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: