odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মুন্সিগঞ্জের সিরাজদিখানে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধ: পুলিশসহ একাধিক আহত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩১ July ২০২৩ ২২:২২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩১ July ২০২৩ ২২:২২

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩ ঘন্টাব্যাপী টেঁটাযুদ্ধ চলছে। এতে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ চেষ্টা চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারছেনা। সংর্ঘসে ডিএসবি পুলিশের মাহবুব সহ একাধিক আহত হয়েছে।

জানাগেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে ঝগড়ার বিবাদের জের ধরে উপজেলার বালুচর এলাকার শহিদ বাউল আমির হোসেন গংদের সাথে রাসেল মেম্বার গংদের এই টেঁটা যুদ্ধ চলছে। এ টেঁটা যুদ্ধে এলাকার শত শত মানুষ অংশ নিয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার স্থানীয় একটি বিদ্যালয়ে এই দুই গ্রুপের দুই ছেলের সাথে ঝগড়া বিবাদ হয়। সেই বিবাদের জের ধরে গতকাল বিকালে দুই পক্ষের অভিবাবকদের সাথে হাতাহাতি হয়। সেই বিরোধের জের ধরে আজ সোমবার (৩১ জুলাই ) সকাল ১০টার দিকে দ্রু-গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পরে। সকাল ১০টা হতে বালুচর ইউনিয়নের বিভিন্নস্থানে দফায় দফায় দু-গ্রুপের সংর্ঘষ চলছে। এ রির্পোট লিখার সময় দুপুর পৌনে ১টার দিকে বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় সংঘর্ষ চলছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বলেন, টেঁটাযুদ্ধ যুদ্ধ চলছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। এ পর্যন্ত কয়জন হতাহত হয়েছে তা এখনো বিস্তারিত বলা যাচ্ছেনা।

উল্লেখ্য, কয়েক যোগ ধরে ওই এলাকার মানুষ জমি দখলসহ বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই টেটা যুদ্ধ করে আসছে।



আপনার মূল্যবান মতামত দিন: