odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

হৃদয়ের গুরবাজের মারমুখী ব্যাটিংয়ে সাকিবদের হারাল জাফনা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ August ২০২৩ ২১:০৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ August ২০২৩ ২১:০৪

শুক্রবার রাতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের দল গল টাইটান্সের মুখোমুখি হয়েছিল তাওহিদ হৃদয়ের দল জাফনা কিংস। সেই ম্যাচে ৮ উইকেটে জয় লাভ করেছেন তাওহিদ হৃদয়রা।

ব্যাট হাতে দারুণ করেছেন হৃদয়, খেলেছেন ২৩ বলে ম্যাচ ৪৪ রানের হার না-মানা ইনিংস। ৪৪ বল হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় জাফনা।

পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১১৭ রান করে গল।১১৮ রানের লক্ষ্য তাড়া করতে করতে নেমে সাকিবের স্পিন ঘূর্ণিতে দলীয় ১৭ রানে কাটা পড়েন চারিথ আসালাঙ্কা (৫)। এরপর ৮৩ রানের জুটি গড়েন রহমানুল্লাহ গুরবাজ ও তাওহিদ হৃদয়।

৫৪ রান করা গুরবাজকেও আউট করেন সাকিব। অন্যদিকে গুরবাজের চেয়েও বেশি আক্রমণাত্মক ছিলেন হৃদয়। ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি হার্ডহিটার। দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেছেন এই বাংলাদেশি তরুণ। 



আপনার মূল্যবান মতামত দিন: