odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন চার জেলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ August ২০২৩ ১৫:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ August ২০২৩ ১৫:০৬

ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া অংশে গত সোমবার সন্ধ্যা থেকে পানি উঠতে থাকে। এতে চট্টগ্রামের সঙ্গে পর্যটন শহর কক্সবাজার ও বান্দরবানের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগর থেকে কক্সবাজার ও বান্দরবানে কোনো যানবাহন যেতে পারেনি, আসতেও পারেনি। চার দিন পর চট্টগ্রাম নগরের পানি নামতে শুরু করায় সড়কের অসংখ্য ক্ষত দৃশ্যমান হচ্ছে। তবে যানবাহনের স্বাভাবিক চলাচল শুরু হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশন বলেছে, নগরীর প্রায় ৫১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সবচেয়ে খারাপ অবস্থা সাতকানিয়া উপজেলায়। উপজেলার প্রায় ১৫টি ইউনিয়ন পানির নিচে। 



আপনার মূল্যবান মতামত দিন: