odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

২২ হাজার ১০১ টি পরিবারকে জমিসহ ঘর দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ August ২০২৩ ১৫:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ August ২০২৩ ১৫:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, কেউ আর গৃহহীন ও ভূমিহীন থাকবে না। এর ধারাবাহিকতায় আজ বুধবার প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আরো ১২টি জেলায় ২২ হাজার ১০১টি ছিন্নমূল পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১টি জেলার আরো ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে, ফলে মোট উপজেলার সংখ্যা হবে ৩৩৪ এবং এই ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়াচ্ছে ২১। আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় এটি দ্বিতীয় পর্যায়।

গত সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল খুলনার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: